সাভার (ঢাকা) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা

৩ দিনেও প্রধান আসামি গ্রেফতার হয়নি

ঢাকার সাভারে ভাইয়ের সঙ্গে রিকশায় করে যাওয়ার পথে ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রী নীলা রায়কে (১৪) ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে (২০) ঘটনার তিন দিন পরও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। গত রোববার রাত আটটার দিকে ওই কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।

এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লা থেকে সেলিম পালোয়ান (২৮) নামের যুবককে আটক করা হয়। তবে ওই হত্যাকান্ডের মূল হোতা মিজানুর রহমানের কোনো হদিস পায়নি পুলিশ।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন, নীলা হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে সেলিম পালোয়ানকে আটক করা হয়েছে। মিজানসহ অন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

নীলার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে হত্যা করে মিজান। সে একই এলাকার ব্যবসায়ী আবদুর রহমানের ছেলে। স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সে। এর আগে একবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। গত রোববার রাত ৮টার দিকে ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে বখাটে মিজানুর ছুরিকাঘাতে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত সোমবার রাতে সাভার থানায় মিজান, তার বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরো চারজনকে আসামি করে মামলা করেন। তবে হত্যাকান্ডের তিন দিন পার হয়ে গেলেও মামলার মূল আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close