নিজস্ব প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০২০

কেনার আগে মোবাইলের বৈধতা যাচাইয়ের পরামর্শ

বৈধ মোবাইল ফোন কেনার বিষয়েও সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেকোনো মোবাইল কেনার আগে বৈধতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন কেনারা আগে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বরের (আইএমইআই) মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিতে হবে। বিক্রেতার কাছ থেকে কেনার রসিদ গ্রহণ তা সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের পদ্ধতি হলো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে কণউ স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২-তে পাঠাতে হবে। মোবাইল বক্সে প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#০৬# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে। নকল আইএমইআই সংবলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্ক সংযুক্ত হলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

উল্লেখ্য এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছে বিটিআরসি। তবে, মোবাইল রফতানিকারক প্রতিষ্ঠানগুলো অমান্য করে নিয়মবহির্ভূতভাবে তাদের ব্যবসা চালিয়ে আসছে। তাই পুনরায় বিষয়টি স্মরণ করিয়ে দিতে এ পত্র দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close