বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২০

বাউফলে জোড়া খুন

চেয়ারম্যানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের যুবলীগ নেতা রুমান তালুকদার ও ইসাত তালুকদার খুনের ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামি করে ৫৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে রুমানের বড় ভাই মো. মফিজউদ্দিন মিন্টু তালুকদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামি করে ৫৯ জন ও অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে বাউফল থানায় হত্যা মামলা করেন। জানা গেছে, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেশবপুর কলেজের অধ্যক্ষ সালেহউদ্দিন পিকু ও ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই স্থানীয় সাংসদ ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির সমর্থক। ওই বিরোধের জের ধরে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কেশবপুর বাজরে রুমান তালুকদার ও তার চাচাতো ভাই ইসাত তালুকদার একটি চা দোকানে বসে চা পান করার সময় মহিউদ্দিন লাভলুর সমর্থকরা এলোপাতাড়ি কুপিয়ে দুজনকে হত্যা করে।

এ বিষয় থানার ওসি তদন্ত আল-মামুন বলেন, গত মঙ্গলবার পর্যন্ত মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close