নিজস্ব প্রতিবেদক

  ২০ এপ্রিল, ২০২০

করোনা প্রতিরোধ

টেলিমেডিসিন চিকিৎসা দিচ্ছেন শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা

করোনাভাইরাস প্রতিরোধে টেলিমেডিসিন চিকিৎসা দিচ্ছেন শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা। সারা দেশে ১৭টি শ্রম ও কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা টেলিমেডিসিন পদ্ধতিতে শ্রমজীবী মানুষকে চিকিৎসা দিচ্ছেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১৭টি শ্রম কল্যাণ কেন্দ্র রয়েছে। করোনা প্রতিরোধে এসব কেন্দ্রের চিকিৎসকরা টেলিমেডিসিন প্রদ্ধতিতে শ্রমজীবী মানুষদের চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসা সুবিধা গ্রহণে শ্রমজীবী মানুষকে সংশ্লিষ্ট এলাকার শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসকের সঙ্গে মোবাইলে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজধানীর তেজগাঁওয়ের শ্রম কল্যাণ কেন্দ্রে চিকিৎসা দিচ্ছেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা নুরুন নাহার ইসলাম। তার মোবাইল নম্বর ০১৭১৬০৮০২২৭। গাজীপুরের টঙ্গী শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. ফেররেদৗস আরা (০১৯২০৭১৫৯৮৪), নারায়ণগঞ্জের চাষাঢ়া শ্রম কল্যাণ কেন্দ্রে সিনিয়র মেডিকেল অফিসার ডা. রিফাত মেহজাবিন (০১৭১৬০১১৪৩২), চট্টগ্রামের কালুরঘাট শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. রাজিব কুমার চৌধুরী (০১৮৪২৩৮৩১১১), খুলনার খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. চাঁদ মোহাম্মাদ (০১৭১৮১১৯৯৪৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল ফুসকুড়ি শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. নিবাস চন্দ্র পাল (০১৭১১৩২৫৭১৩), চট্টগ্রামের ষোলশহর শ্রম কল্যাণ কেন্দ্রের ডা. রাশেদ মাহমুদ জুলফিকার (০১৮১৭৭৪১৭৪৬), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে ডা. নভোনীলা দাস (০১৭১৭১০৩৩৮৯), খুলনার রূপসা শ্রম কল্যাণ কেন্দ্রে ডা. তামান্না নাসরিন (০১৭১৭৩৩৮২৩৪), কুষ্টিয়ার শ্রম কল্যাণ কেন্দ্রে ডা. নাজিম উদ্দীন (০১৭১২৫৯৯১৬৫), গাইবান্ধা শ্রম কল্যাণ কেন্দ্রে ডা. মো. আসাদুল হক (০১৯৭৯৮৭৪৪৭৭), বগুড়া শ্রম কল্যাণ কেন্দ্রে, ডা. মো. তৌহিদুর রহমান ( ০১৬১৭১২৪৩২৯), নীলফামারীর সৈয়দপুর শ্রম কল্যাণ কেন্দ্রে, ডা. ষষ্ঠীচরণ চক্রবর্তী (০১৭১২২২৭৬২০), সিলেটের জৈন্তাপুর চিকন গুলা শ্রম কল্যাণ কেন্দ্রে, ডা. অনামিকা পাল (০১৭৯৯২০২৬২৩), মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম কল্যাণ কেন্দ্রে ডা. দিবাকর সিংহ (০১৭১২৯২১২৯৫), কমলগঞ্জের শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রে ডা. প্রিয়তোষ রায় (০১৭১২৯০২৬৩১) এবং একই এলাকার পাত্রখোলা শ্রম কল্যাণ কেন্দ্রে, পাত্রখোলা ডা. রিপন ভৌমিক (০১৭১৭৪৪৬৯৬৫) চিকিৎসা দিচ্ছেন।

এসব চিকিৎসক প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছুটিকালীন সময়ে নিজ বাসায় বসে টেলিফোনের মাধ্যমে শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করছেন। প্রয়োজন মনে করলে ফিরতি মেসেজে ব্যবস্থাপত্র প্রদান এবং প্রতিদিনের সেবা প্রদানের কললিস্ট সংরক্ষণ করে পরের দিন শ্রম অধিদফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close