ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০২০

দেশে ফিরলেন ভারতে আটকা আরো ৭ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আরো সাত বাংলাদেশি নাগরিক ভারত থেকে দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার দুপুর ১টায় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা। এ নিয়ে তিন দফায় ২৩ জন বাংলাদেশি ফিরেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক খবরটি নিশ্চিত করেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে বহু বাংলাদেশি নাগরিক দেশটির বিভিন্ন শহরে আটকা পড়েছেন।

এদের মধ্যে গত ৭ এপ্রিল ছয়জন এবং ১৬ এপ্রিল ১০ জন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এএসআই মোরশেদুল হক জানান, গতকাল শুক্রবার দেশে ফেরাদের মধ্যে দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, দুজনের কিশোরগঞ্জ, একজনের কুমিল্লা ও দুজনের ঢাকা জেলায়। ইমিগ্রেশন সম্পন্ন করার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল এসে তাদের চেকপোস্ট থেকে সরাসরি বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close