নিজস্ব প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০২০

সংকটে মানুষ বাঁচানোই হচ্ছে রাজনীতি

ওবায়দুল কাদের

দেশের এই সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি-বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, দেশের সব মানুষকে ঘরে থেকেই এই অদৃশ্য শত্রু করোনার মোকাবিলা করতে হবে।

অস্তিত্বের প্রশ্নে সবাইকে জনসমাবেশ এড়িয়ে চলতে হবে। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সরকারি ছুটির কারণে নিম্নআয়সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। তাদের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এই দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণসামগ্রী ও নিত্যপণ্য মজুদ করে চলেছে একটি গণবিরোধী চক্র, এদের ত্রাণের নামে কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close