নিজস্ব প্রতিবেদক

  ১২ এপ্রিল, ২০২০

রাজধানীতে ভোক্তা অধিকারের অভিযান

রাজধানীর বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মূল্য তালিকা সংরক্ষণ না করায় ও ধার্যমূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দিনব্যাপী এ তদারকিমূলক অভিযান চালানো হয়। এছাড়াও মহানগরের তিনটি স্থানে টিসিবির নায্যমূল্যের পণ্য বিক্রি (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ করা হয়।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে ঢাকা নিউমার্কেট বাজার, পলাশী বাজার, হাতিরপুল বাজার, লালবাগ বাজার, ইসলামবাগ বাজার, সোয়ারীঘাট বাজার, বাবুবাজার, নয়াবাজার, কাওরানবাজার, রামপুরা বাজার, উত্তর বাড্ডা ও মধ্যবাড্ডায় এ তদারকিমূলক অভিযান চালানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close