আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে জাপানের উদ্বেগ
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বিরোধী দলের আনা প্রেসিডেন্টের অভিশংসন বিল খারিজ হয়ে গেছে। ক্ষমতাসীন দলের পার্লামেন্ট সদস্যদের অধিবেশন বর্জনের কারণে খারিজ হলেও প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ওপর চাপ কমেনি। বরং এই পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকা কিংবা কমপক্ষে সম্মানজনক প্রস্থানের একটি পথ খুঁজছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার চলমান এই রাজনৈতিক সংকট নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগে আছে জাপান। প্রেসিডেন্ট ইউনের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ এক সম্পর্ক গড়ে নিয়ে পূর্ব এশিয়ায় নিজস্ব অবস্থান আরও শক্ত করে নিতে জাপান কিছুটা হলেও সক্ষম হয়েছিল। এ কারণেই দক্ষিণ কোরিয়ার ঘটনাবলির দিকে জাপানকে এখন নজর রাখতে হচ্ছে।
জাপান সরকারের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক সংকট দুই দেশের সম্পর্ক উন্নত হওয়ার প্রক্রিয়াকে লাইনচ্যুত করে দিতে পারে।
"