বাকৃবি প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২৪

বাকৃবিতে নবান্ন উৎসব ‘টিম উৎসব’ সোমবার

নবান্নের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো ‘টিম উৎসব’র উদ্যোগে আগামী সোমবার আয়োজিত হতে যাচ্ছে ‘নবারুণে নবান্ন ১৪৩১’। গত বৃহস্পতিবার এ আয়োজনের ব্যাপারে নিশ্চিত করেন বাকৃবির ‘টিম উৎসব’র সাংগঠনিক সম্পাদক রাফসান জানি। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাফসান জানি বলেন, টিম উৎসব মানেই ক্যাম্পাসকে উৎসবমুখর রাখা। নতুন ধানকে আপন করে নিতেই নবান্নের এ আয়োজন। বিভিন্ন অঞ্চলের নবান্নের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে এবারের আয়োজনে। এবারের নবান্ন অনুষ্ঠানে- ক্যামেরায় নবান্ন ও তুলিতে নবান্ন আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও থাকবে। অনুষ্ঠানটির গিফট স্পন্সর হিসেবে থাকছে আরবান ফারমার্স, ইউনিক কেনাকাটা, এভিওথিক আরতিস্ট্রি ও হাওয়াই মিঠাই। এছাড়া অনুষ্ঠানটির প্রিমিয়াম পার্টনার হিসেবে রয়েছে এসিআই মোটরস ও ওসমিয়াম। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close