দাকোপ (খুলনা) প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২৪
দুবলার চরে রাসপূর্ণিমা, আর মাত্র তিন দিন বাকি
এ বছর সুন্দরবনের দুবলারচরে ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’-এর আর তিন দিন বাকি। আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই ‘রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। এই আয়োজন রাখা হয়েছে শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য। পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পূজা ও পুণ্যস্নানে আগত তীর্থযাত্রীরা বিভিন্ন নদী পথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে গমন করতে পারবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন