অনলাইন ডেস্ক
২৯ জুলাই, ২০২৪
শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর আশকোনা ও টঙ্গী এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের আশকোনা শাখার ডেপুটি ম্যানেজার মো. আতাউর রহমান এবং টঙ্গী এসএমই শাখার ডেপুটি ম্যানেজার রুহুল কুদ্দুছসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন