reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২৫

আইসিসির প্রধান নির্বাহীর পদত্যাগ

চার বছর দায়িত্ব পালনের পর আইসিসির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ অ্যালারডাইস। নতুন চ্যালেঞ্জ নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি। ২০২১ সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্বে তিনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। এর আগে আট মাস ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে।

তার পদত্যাগের কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করেন অ্যালারডাইস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close