reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০২৪

বছরে তৃতীয় ডাক মেরে লজ্জার রেকর্ড গড়লেন লিটন

২০২৪ সালটা লিটন দাস ভুলে যাইতে চাইবেন। এই বছর পাঁচটি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে তিনটিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচে একটিতে ২ এবং আরেকটিতে করেছেন ৪ রান।

বছরের শুরুতে লঙ্কানদের বিপক্ষে সিরিজের মাঝপথেই বাদ পড়েন লিটন। এরপর তিনি খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। সেখানেও খুব ভালো করতে পারেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর খেলা লিটন সব সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। অবশেষে বছরের শেষটাও বাজেভাবেই করলেন তিনি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ডাক মারেন তিনি। যা ২০২৪ সালে লিটনের তৃতীয় ডাক।

বছরের তৃতীয় ডাকের পাশাপাশি এটি ছিল লিটনের ক্যারিয়ারে ১৫তম ডাক। বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত এতো ডাক মারার রেকর্ড আর কারো নেই। বাংলাদেশের হয়ে ১৫ বা এরচেয়ে বেশি ডাক মেরেছেন মোট ৫ জন। লিটন ছাড়া এই লিস্টে আছেন তামিম ইকবাল, মাশরাফি, মোহাম্মদ রফিক এবং হাবিবুল বাশার সুমন। তবে ওয়ানডেতে ১৫ ডাক হজম করতে মাশরাফি-রফিকের চেয়েও কম ইনিংস খেলেছেন লিটন (৯৩ ইনিংস)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close