reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৪

ফিফা ক্লাব বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে

ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর অর্থাৎ ২০২৫ সাল থেকে খেলবে বিভিন্ন মহাদেশের ৩২ দল। যুক্তরাষ্ট্রে মাসব্যাপী এই টুর্নামেন্ট ২০২৫ সালের ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়াম আয়োজন করবে টুর্নামেন্টের ৬৩টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আল আহলি।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় নতুন চেহারার ক্লাব বিশ্বকাপের প্রথম আসরের ড্র। যেটি পরিচালনা করেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দো দেল পিয়েরো। ট্রফি উন্মোচনে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। এবার মহাদেশীয় আসরগুলোতে গত চার মৌসুমের র‌্যাঙ্কিং বিবেচনায় সুযোগ পেয়েছে দলগুলো।

আট গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে পরের ধাপে। এরপর সিঙ্গল রাউন্ড নকআউট ম্যাচের ধাপ পেরিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনাল। তৃতীয় স্থান নিধারণী কোনো ম্যাচ নেই। ৩২ দলের মধ্যে ৪টি করে দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল পৌঁছে যাবে শেষ ষোলোতে। ফাইনাল পর্যন্ত এক ম্যাচ নকআউট পদ্ধতিতে খেলবে দলগুলো। অর্থাৎ ফিরতি লেগের কোনো ব্যবস্থা নেই। ম্যাচ ‘টাই’ হলে অতিরিক্ত সময় ও তাতেও না হলে পেনাল্টিতে ফল আসবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

কোন দল কোন গ্রুপে

গ্রুপ এ: পোর্তো (পর্তুগাল), পালমেইরাস (ব্রাজিল), আল আহলি (মিশর), ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)।

গ্রুপ বি : (ফ্রান্স), অ্যাতলেতিকো মাদ্রিদ (স্পেন), বোতাফোগো (ব্রাজিল), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ (জার্মানি), অকল্যান্ড সিটি (নিউ জিল্যান্ড), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা), বেনফিকা (পর্তুগাল)

গ্রুপ ডি : চেলসি (ইংল্যান্ড), ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল), এসপেরস (তিউনিসিয়া), লেওন (মেক্সিকো)।

গ্রুপ ই: ইন্টার মিলান (ইতালি), রিভার প্লেট (আর্জেন্টিনা), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), মন্তেরেই (মেক্সিকো)

গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), ফ্লুমিনেসি (ব্রাজিল), উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া), মামেলুয়েডি সানডাউন্স (দক্ষিণ আফ্রিকা)।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), জুভেন্তাস (ইতালি), উইদাদ এসি (মরক্কো), আল আইন (সংযুক্ত আরব আমিরাত)।

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ (স্পেন), আল-হিলাল (সৌদি আরব), পাচুকা (মেক্সিকো), রেড বুল সালসবুর্ক (অস্ট্রিয়া)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close