reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে যুবাদের এশিয়া কাপ। অনূর্ধ্ব ১৯ দলের এ টুর্নামেন্টে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ-সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় টাইগার যুবারা। টানা দুই জয়ে আগেই সেমিফাইনালে গিয়েছে টাইগার যুবরা। তবে প্রথম দুই ম্যাচ জয়ে পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজিজুল হাকিমরা হারে শ্রীলঙ্কার বিপক্ষে। তাতে 'বি' গ্রুপে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে তামিমের দল।

যুবাদের এশিইয়া কাপে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। এ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশে, প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন যুবাদের অধিনায়ক তামিম।

গ্রুপপর্বে বাংলাদেশ তাদের তিন ম্যাচের দুটিতে টানা জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। তবে তারা হারিয়ে দেয় নেপাল ও আফগানিস্তানকে। ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান গ্রুপের তিনটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারের প্রবেশ করে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠে ভারতের যুব দল। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারে ওঠা লঙ্কানদের বিপক্ষে আজ বেলা সাড়ে দশটায় মাঠে নামবে ভারতীয়রা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,পাকিস্তান,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close