অ্যান্টিগায় তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে সোমবার ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ১৮১ রানে পিছিয়ে থেকেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করেছেন টাইগার বোলাররা।
দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের ১৫২ রানেই অলআউট করে সফরকারীরা, আর তাতে বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকদের সংগ্রহ বাড়তে দেননি তিনি। তবে অল্পতেই ক্রেগ ব্রাফেটরা অলআউট হলেও সে ফায়দা নিতে পারেনি টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে গতকাল শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি। তার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন স্বাগতিকদের ওপেনার মিকেলে লুইস। দলীয় ২৫ রানে লুইস ফেরার পর স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন কিসি কার্টি। কার্টিও আউট হয়েছেন তাসকিনের বলে মাহমুদুল হাসান জয়ের মুঠোবন্দি হয়ে।
তাসকিন এরপর ফিরিয়েছেন কেভম হজ ও জাস্টিন গ্রিভসকেও। টাইগার স্পিডস্টারের বলে আউট হয়েছেন কেমার রোচ ও শামার জোসেফও। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বল করে তাসকিন ৬৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। সাদা পোশাকে তার ক্যারিয়ার সেরা বোলিং এটিই। তাসকিন ছাড়াও এ দিন ২ উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ, একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
এদিকে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে গুটিয়ে দিলেও সে ফায়দা নিতে পারেনি টাইগাররা। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ দিন শেষ করেছে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে। জয়ের জন্য আজ শেষদিনে ৩ উইকেটে করতে হবে আরো ২২৫ রান।