অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪
পাকিস্তানকে আয়োজক রেখেই ভিডিও প্রকাশ আইসিসির
ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই মাঠে দেখার সুযোগ দর্শকদের হবে কি না, সেটা নিশ্চিত বলা যাচ্ছে না।
দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ দিন ধরে পাকিস্তান সফরে যায় না ভারত। যার কারণে দুদেশের দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হয় না। তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। তবে সেখানে ভারত যাবে না বলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি না, সেটা এখনো শতভাগ নিশ্চিত না হলেও বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানকে আয়োজক দেখিয়েই একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। দেড় মিনিটের ভিডিওতে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তান এবং ক্রিকেটের ঐতিহ্যও ফুটে উঠেছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন