reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০২৪

লিভারপুল ও ক্লপকে নিয়ে মন্তব্য করে বরখাস্ত রেফারি

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে কোচের কিংবা ফুটবলারের বরখাস্ত হওয়ার ঘটনা আছে অহরহ। কিন্তু কোচ ও ক্লাবকে নিয়ে বাজে মন্তব্য করে রেফারিদের বরখাস্ত হওয়ার নজির হাতেগোনা। এবার সেই হাতেগোনার তালিকায় যুক্ত হলো নতুন আরো এক ঘটনা।

লিভারপুল ও ক্লাবটির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকে নিয়ে বাজে মন্তব্য করে সাময়িক বরখাস্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি ডেভিড কোতে। ফিফার তালিকাভুক্ত এই রেফারির বিরুদ্ধে আনার অভিযোগের তদন্ত শুরু করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ কোতের দুটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, সোফায় অখ্যাত এক ব্যক্তির পাশে বসে আছেন ইংলিশ এই রেফারি। পাশের ব্যক্তি কোতেকে জিজ্ঞেস করছেন লিভারপুল ও ক্লপ সম্পর্কে। সে প্রশ্নের জবাবেই করুচিপূর্ণ মন্তব্য করে বসেন কোতে।

ভিডিওটি কোন সময়ের, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং সত্যতাও যাছাই করা যায়নি। তথ্য উদঘাটনে তদন্ত শুরু করার কথা জানিয়েছে এফএ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিভারপুল ও ক্লপ,ডেভিড কোতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close