সিরিজ হেরে শিশিরকে দুষলেন মিরাজ
সিরিজের ট্রফির জন্য লড়াই করেছে দুদলই। তবে শেষ হাসি ফুটেছে আফগানিস্তানের মুখেই। বাংলাদেশ ট্রফি জিততে না পারলেও কিছু অন্তত শিখতে পেরেছে। টাইগাররা অনুভব করতে পেরেছে, পাকিস্তান মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হলে খেলার মান আরো বাড়াতে হবে। নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে নিখুঁতভাবে।
সোমবার বাংলাদেশ ব্যাটিং করার সময় মনে হয়েছিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড খুব স্লো। আফগানিস্তান ব্যাট করার সময় দেখা গেছে আউটফিল্ড অনেক ফাস্ট। যে কারণেই জয় পাওয়া সহজ হয়ে গেছে আফগানদের।
ম্যাচের পর এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন প্রথমবার বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ। তিনি জানান, রাতের দিকে শিশির পড়েছিল। তাতে উইকেটের গতি বেড়েছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে। যে কারণে রান তোলায়ও গতি বেড়েছে।
মিরাজ বলেন, এটা একটা কঠিন কাজ ছিল। খেলোয়াড়রা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাহমুদউল্লাহ ও আমার জুটি (পঞ্চম উইকেটে ১৪৫ রান)। আমরা গত দুই ম্যাচে দেখেছি যে, উইকেটে স্পিন বেশি কাজ করছে এবং সেজন্যই আমরা ব্যাটিং নিয়েছিলাম (প্রথম)। কিছু (রাতে) শিশির আসছে। তাই খেলাটা খুব সহজে হয়ে গেছে। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি। (নাহিদ রানা) সে ভালো খেলছে।