reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০২৪

টানা সাত ম্যাচ জেতা বার্সাকে আটকে দিলো সোসিয়েদাদ

ছবি : সংগৃহীত

হান্সি ফ্লিকের অধীনে রীতিমত উড়ছিল বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে ছিলেন রাফিনিয়া, রবার্ট লেভানডভস্কিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেছিল কাতালান ক্লাবটি। তবে উড়তে থাকা বার্সাকে কাল হারের স্বাদ দিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

সান সেবাস্তিয়ানে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচট ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের তৃতীয় হার এটি। এই হারে আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল কাতালান ক্লাবটি।

ফ্লিকের অধীনে চলতি মৌসুমে গোল উৎসবই করছিল বার্সেলোনা। সব প্রতিযোগীতা মিলিয়ে ১৬ ম্যাচে ৫৫ গোল করেছিলেন রাফিনিয়ারা। তবে গতকালই প্রথম জালের দেখা পায়নি কাতালানরা। একবার অবশ্য লক্ষ্যভেদ করেছিলেন লেভানডভস্কি, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে গতকাল বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের ৭০ শতাংশ সময় বিল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল কাতালানরা। তবে অধিকাংশ সময় বল দখলে রেখেও জালের দেখা মেলেনি রাফিনিয়াদের। এমনকি ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি দলটি।

অন্যদিকে ম্যাচের ৩০ শতাংশ সময় বল দখলে রেখে সোসিয়েদাদ শট নিয়েছে ১৪টি যা ৬টিই ছিল লক্ষ্যে। আক্রমণে লামিনে ইয়ামালের না থাকার প্রভাব লক্ষ্য করা গেছে পুরো ম্যাচেই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছিলেন স্প্যানিশ এই তরুণ তারকা যে কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তার জায়গায় খেলেছেন ফার্মিন লোপেজ।

এদিকে ম্যাচের ৩৩ মিনিটে সোসিয়েদাদকে এগিয়ে দেন শেরালদো বেকার। তার করা এই একমাত্র গোলেই জয়ের দেখা পেয়েছে সোসিয়েদাদ। এই হারের পরও ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল আছে টেবিলের দুইয়ে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বার্সেলোনা,সোসিয়েদাদ,ফুটবল,হান্সি ফ্লিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close