reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাজে আউটফিল্ড, শাস্তি পেল ভারত

বাংলাদেশের ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটি হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচে ভারত জিতলেও বেশিরভাগ খেলা নষ্ট হয়েছে ভেজা আউটফিল্ড থাকার কারণে। এই কারণে এবার আইসিসির শাস্তির মুখোমুখি হতে হলো ভারতের এই স্টেডিয়ামটিকে।

কানপুরের এই মাঠকে ‘অসন্তোষজনক’ হিসেবে আখ্যা দিয়েছে ন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এছাড়া দেওয়া হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। কানপুরের সেই ম্যাচে প্রথমদিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা মাঠেই গড়ায়নি। তৃতীয় দিন খেলার সময় বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে বল মাঠেই গড়ায়নি।

কানপুর টেস্টে আড়াই দিনেরও কম খেলা হলেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি ভারতের। প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা। অন্যদিকে, ঝোড়ো ব্যাটিং করে মাত্র ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে ১৪৬ রান। পরে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৮ রান ভারত পেরিয়ে যায় তারা মাত্র ১৭.২ ওভারে। হারায় মাত্র ৩ উইকেট।

আউটফিল্ডের কারণে ‘অসন্তোষজনক’ আখ্যা পেলেও কানপুরের পিচ ‘সন্তোষজনক’ বলে জানিয়েছে আইসিসি। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচে ব্যবহৃত চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামের পিচকে ‘খুব ভালো’ বলেছে আইসিসি। এছাড়া ঘরের মাঠে অন্য চারটি স্টেডিয়ামকে ‘সন্তোষজনক’ বলছে আইসিসি। এর মধ্যে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, পুনে স্টেডিয়াম। এছাড়া ‘সন্তোষজনক’ বলা হয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাজে আউটফিল্ড,বাংলাদেশ ও ভারত টেস্ট সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close