অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর, ২০২৪
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ নবী
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান শুক্রবার ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেন।
নাসিব খান বলেন, হ্যাঁ, নবী চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন এবং তিনি বোর্ডকে এ ব্যাপারে কয়েক মাস আগেই জানিয়েছেন। তিনি আমাকে জানিয়েছিলেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তিনি ওডিআই ক্যারিয়ার শেষ করতে চান এবং আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
নাসিব আরো জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নবী টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন