অপেশাদার আচরণ
আলজারি জোসেফ দুই ম্যাচ নিষিদ্ধ
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে অধিনায়কের সঙ্গে রাগ করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আলজারি জোসেফ। ম্যাচ শেষের পর থেকেই আলজারির এমন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে। এবার পেলেন শাস্তিও। অপেশাদারি আচরণের কারণে এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
পুরো বিষয়টাতে আলজারি কারো সমর্থন পাননি। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি তো ম্যাচের পরপরই এটিকে 'অগ্রহণযোগ্য আচরণ' বলে আখ্যায়িত করেছেন। এবার শাস্তির ঘোষণায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আলজারির এই আচরণকে অপেশাদারি আচরণ বলে উল্লেখ করেছে।
ঘটনাটি ঘটে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময়। ম্যাচের শুরুর কয়েক ওভারের মধ্যেই অধিনায়ক শাই হোপকে কিছু একটা বোঝাচ্ছিলেন পেসার আলজারি জোসেফ। তিনি বোঝাতে চাইছিলেন স্লিপের ফিল্ডারের পজিশন নিয়ে তিনি খুশি নন। কারণ তার বলেই একটি শট পয়েন্টের দিকে চলে যায়। কথা বলার সময়ই নিজের বিরক্তি প্রকাশ করছিলেন জোসেফ। কিন্তু তাই বলে তিনি যে রাগারাগি করে মাঠ ছাড়বেন, সেটা ভাবতে পারেননি কেউ।
একটু পরই ১৪৮ কিমির গতিবেগে একটি বাউন্সার দেন জোসেফ। আর তাতেই ইংল্যান্ডের জর্ডন কক্সের গ্লাভসে লেগে সেই বল ধরা দেয় উইকেটরক্ষকের হাতে। আউট হয়ে যান কক্স। কিন্তু উদযাপন না করে, তখনো অধিনায়কের সঙ্গেই বাকবিতণ্ডায় জড়াতে থাকেন ২৭ বছর বয়সি জোসেফ। তা দেখে সাইড লাইন থেকে কোচ ড্যারেন স্যামি তাকে শান্ত করার চেষ্টা করেন কিছু বলে। তবে তাতে কাজ হয়নি। তিনি নিজের ওভার শেষ করেই ডাগআউটে চলে যান।