রেড স্টারের জালে বার্সার গোল উৎসব
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার শুরু হয়েছিল হতাশাজনকভাবে, মোনাকো মাঠে হার দিয়ে। কিন্তু খুব দ্রুতই সেই হতাশা কাটিয়ে উঠেছে তারা, এবং ইউরোপ সেরার মঞ্চে একের পর এক দাপুটে জয় পেয়েছে। বুধবার রেড স্টার বেলগ্রেডের মাঠে ৫-২ গোলে দাপুটে জয় তুলে নিয়েছে বার্সা, যা তাদের আক্রমণাত্মক শক্তি এবং দলীয় ঐক্যের পরিপূর্ণ প্রমাণ।
এই জয়ের মাধ্যমে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ তিন ম্যাচে ১৪ গোল করেছে। সব মিলিয়ে, এখন পর্যন্ত ২৪ গোল করে তারা টানা ছয় ম্যাচে অপরাজিত। এসব গোলের মধ্যে বড় জয় রয়েছে বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে, যা দলটির আক্রমণাত্মক মানসিকতার অন্যতম সাক্ষ্য।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, অন্যদিকে রেড স্টার বেলগ্রেড এখনও কোনো পয়েন্ট পায়নি। গত রবিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর, বার্সেলোনা বেলগ্রেডে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠা ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং প্রথমবারের মতো একাদশে ফিরেছেন।
বার্সেলোনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে, এবং মাত্র ১৩ মিনিটে গোলের দেখা পায়। রাফিনহার ফ্রি কিক থেকে ইনিগো মার্তিনেজের হেড গোল পেয়ে বার্সাকে এগিয়ে দেয়। কিছুক্ষণ পর, রেড স্টারের পাল্টা আক্রমণে সিলাস কাতোম্পা-এমভুম্পা সমতা ফেরান। তবে বার্সা থেমে থাকেনি; একের পর এক সুযোগ তৈরি করে দ্বিতীয়ার্ধে তারা ম্যাচটি নিজেদের দখলে নিয়ে নেয়।
৪৩ মিনিটে রাফিনহার শট পোস্টে লেগে ফিরে আসলে লেভানডোভস্কি সেই বল কাজে লাগিয়ে বার্সাকে আবার লিড দেয়। এরপর, ৫৩ মিনিটে কোন্দের ক্রস থেকে লেভানডোভস্কি নিজের দ্বিতীয় গোলটি করেন, এবং ৭৬ মিনিটে কোন্দের তৃতীয় অ্যাসিস্টে ফারমিন লোপেজও গোল করেন।
ম্যাচের শেষে রেড স্টার একটি গোল শোধ করলেও, বার্সেলোনা ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে তারা চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছে। রাফিনহা ও লেভানডোভস্কি পাঁচটি করে গোল করে বর্তমানে এই তালিকায় বায়ার্ন মিউনিখের হ্যারি কেন এবং স্পোর্তিং লিসবনের ভিক্তর গিওকেরেসের সঙ্গে শীর্ষে অবস্থান করছেন।
বার্সেলোনার এই দুর্দান্ত পারফরম্যান্স তাদের শক্তিশালী আক্রমণাত্মক কৌশল এবং দলীয় সমন্বয়ের প্রতি একদমই আত্মবিশ্বাসী করে তুলেছে।
পিডিএস/এমএইউ