গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম সাকিব। ৫টি দেশের ৫ দলের এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন টাইগার পেসার।
গ্লোবাল সুপার লিগের আত্মপ্রকাশ ঘটছে এবারই। এই টুর্নামেন্টে বাংলাদেশের দল হিসেবে খেলবে রংপুর রাইডার্সও। বাকি ৪ দল- পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে নিয়ে আয়োজিত হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট।
আসরটি শুরু হবে আগামী ২৬ নভেম্বর। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
লিগ পর্বে রাউন্ড পদ্ধতিতে প্রত্যেকের বিপক্ষে প্রত্যেকে খেলবে। সেক্ষেত্রে তানজিম সাকিবকে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
তানজিম শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
টেস্টে এখনো জাতীয় দলে অভিষেক হয়নি তানজিম সাকিবের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও যদি তানজিমকে না নেওয়া হয়, তাহলে খেলার সুযোগ থাকবে ডানহাতি পেসারের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।