reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০২৪

আফগানদের হারিয়ে আজ জয়ে ফিরতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

ভারতের কাছে টানা দুই সিরিজ হোয়াইটওয়াশের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছেও ধবলধোলাই। সব মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন থাকা বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘুড়ে দাঁড়াতে চায় টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে নাগরিক টিভি ও ইউরোস্পোর্টে।

ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের জন্য সাচ্ছন্দ্যময় ফরম্যাট হলেও প্রতিপক্ষ হিসেবে টাইগারদের কাছে আফগানিস্তান সবসময়ই কঠিন। যদিও এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জয় ও ছয়টিতে হেরেছে বাংলাদেশ। তারপরও নির্ভার হবার কোন উপায় নেই।

গত বছরের জুলাইয়ে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার বরণ করেছিল টাইগাররা।

নিজেদের পছন্দের ফরম্যাটে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটে বাজে অধ্যায়ের সূচনা হয়েছিল।

এ বছর তিনটি দ্বিপাক্ষীক তিনটি ওয়ানডে সিরিজ খেলে দু’টিতে জয় পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। শ্রীলঙ্কা সফরে হারলেও নিজেদের ভেন্যু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে নেয় আফগানরা। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ এবং প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান।

এ বছর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তান,ক্রিকেট,শারজাহ,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close