reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০২৪

লুইস তাণ্ডবে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একদিনের ক্রিকেটে তিন বছরেরও বেশি সময় ব্রাত্য ছিলেন এভিন লুইস। তবে শ্রীলঙ্কা সফর দিয়েই আবার দলে ফিরেন তিনি। আর ফিরেই ৬১ বছরের ঝড়ো এক সেঞ্চুরি করেন তিনি। মারকুটে ব্যাটিনগয়ের সে ধারা ইংল্যান্ড সিরিজেও ধরে রেখেছেন আগ্রাসী এই ব্যাটার। তার তাণ্ডবেই গতকাল ইংল্যান্ডকে সিরিজের ম্যাচে প্রথম ম্যাচে হারিয়েছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ইংলিশরা ব্যাট হাতে সুবিধা করে ওঠতে পারেনি। দলীয় ৩৯ রানেই বিদায় নেন ওপেনার ফিল সল্ট। এরপর উইল জ্যাকস, জর্ডান কচ, জ্যাকব বেথেলরাও ভালো করতে পারেননি।

গতকাল ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। এছাড়া স্যাম কারান খেলেছেন ৩৭ রানের ইনিংস। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন গুদাকেশ মোতি, তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ২ উইকেট পেয়েছেন ম্যাথু ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফ। ফলে ৪৫.১ ওভারেই অল আউট হয় ইংলিশরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close