ক্রীড়া প্রতিবেদক
ছাদখোলা বাসে চড়ে বাফুফের পথে সাফ চ্যাম্পিয়নরা
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারও তাদের বরণ করে নিতে কোনো কমতি রাখছে না বাফুফে। গতবারের মতো এবারও নারী ফুটবল দলকে দেওয়া হচ্ছে ছাদখোলা বাসে সংবর্ধনা।
শিরোপাজয়ীদের বরণ করতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিকেল সাড়ে তিনটার পরপরই সাবিনাদের বহন করা ছাদখোলা বাসটি বাফুফের উদ্দেশে রওনা হয়। সবার গলায় আছে ফুলের মালা। বাস ঘিরে উৎসুক জনতার ভিড়। ছাদখোলা বাসে শিরোপা উল্লাস করতে করতে যে পথ দিয়ে যেয়ে থাকবেন টাইগ্রেসরা দেখে নিন।
যে পথে যাবে সাফজয়ী সাবিনাদের ছাদখোলা বাস— বিমানবন্দর — এক্সপ্রেসওয়ে — এফডিসি — সাত রাস্তার মোড় — মগবাজার ফ্লাইওভার — কাকরাইল — পল্টন — নটরডেম কলেজ —শাপলা চত্বর — বাফুফে ভবনে।
জানা যায়, বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে যেখানে রচিত হয়েছিল নতুন গল্প, নেপালের সেই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামেই ফের গল্পের নতুন অধ্যায় লিখল বাংলাদেশ। স্বাগতিক নেপালকে বুধবারের (৩০ অক্টোবর) ফাইনালে ২-১ গোলে হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
গত আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় দল হিসেবে ধরে রাখল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। কাল চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। কাঠমান্ডু থেকে দুপুর আড়াইটার পর হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে দল।
23608 সেখান থেকে ছাদখোলা বাসে করে আনা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। গতবার প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল বাংলার মেয়েদের। এবারও একই সম্মান পাচ্ছেন তারা। বাফুফেতে তাদের সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। তবে এবারের চিত্র কিছুটা আলাদা। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লেগেছে সাফজয়ীদের বাসেও। ২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবারও ছাদ খোলা বাসে বরণ করা হয়েছিল নারী ফুটবলারদের। এবার ও গতবারের দুটি বাসের ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
পোস্টে ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘আগে বাসে কতকিছু থাকতো, এবার কেমন ফাঁকা ফাঁকা।’ পোস্টের শেষে অ্যাডমিন লেখাটি উল্লেখ করা হয়েছে। ২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পর ফুটবলারদের যে ছাদখোলা বাসে সম্মাননা দেওয়া হয় সেখানে দেখা যায়, জয়ী খেলোয়াড়দের মাথার ওপরে বল নিয়ে দাঁড়িয়ে আছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চ্যাম্পিয়ন ফুটবলারদের চেয়ে সাবেক প্রধানমন্ত্রীর ছবিকেই বড় করে দেখানো হয়েছিল।