অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪
পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করল বিসিবি
সভাপতিত্ব পদ থেকে সরানোর পর এবার বাতিল করা হলো নাজমুল হাসান পাপনের পরিচালক পদ। বিসিবির ১৫তম বোর্ড সভায় পাপনসহ বাতিল করা হয়েছে ১১ জনের পরিচালক পদ। আর দুর্জয়-সুজনের পর পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ।
বর্তমান গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমূল আবেদীন ফাহিমকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে কমিটি। চূড়ান্ত হয়েছে বিপিএলের ১১তম আসরের দিনক্ষণ।
পাপন-পরবর্তী অধ্যায়ে বিসিবির কাছে সবচেয়ে বড় দাবি ছিল গঠনতন্ত্র সংশোধন। চাপ ছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকেও। ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর এবার সেই সংশোধনের কাজ শুরু করল বর্তমান বোর্ড।
বুধবার অনুষ্ঠিত হয় নতুন সভাপতির অধীনে পঞ্চম বোর্ড সভা। সে সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক রেখে সংশোধন কমিটি ঘোষণা করা হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন