reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম টেস্টে কেন বাদ পড়লেন লিটন দাস?

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ভরাডুবির পর বাংলাদেশের নজর এখন দ্বিতীয় টেস্টে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিরিজের শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। চট্টগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

জ্বরের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস। বিসিবি সূত্রে জানা গেছে, লিটনের জ্বর প্রায় ১০৪ ডিগ্রি। মিরপুরে অভিষেক ম্যাচ খেলা জাকের আলি অনিক চোটের কারণে নেই সাগরিকায়, তার জায়গায় সেরা একাদশে মাহিদুল ইসলাম অঙ্কন। একাদশে তিন পরিবর্তন নিয়ে আগে বল করতে নেমেছে বাংলাদেশ।

সোমবার রাত থেকেই জ্বরে ভুগছেন লিটন দাস। ব্যাকআপ উইকেটকিপার ব্যাটার জাকের আলিও না থাকায় একদিনের পরিকল্পনা ও প্রস্তুতিতে মাহিদুল ইসলাম অঙ্কনের সাদা পোশাকে অভিষেক। ঢাকায় এক পেসার খেললেও চট্টগ্রামে একজন বেশি নিয়ে একাদশ সাজিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের এই সিরিজে ১-০–তে এগিয়ে আছে এইডেন মার্করামের দল। এখন পর্যন্ত দুই দলের খেলা ১৫ টেস্টের মধ্যে ১৩টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্ট হয় ড্র।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিটন দাস,চট্টগ্রাম টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close