অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
প্রথমবার টি-টেন লিগে দল পেলেন তাওহীদ হৃদয়
আবুধাবি টি-টেন লিগের জন্য আইকন হিসেবে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। এবার আরো এক বাংলাদেশিকে দলে নিয়েছে দলটি। প্রথমবারের মতো টি-টেন খেলতে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়।
বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।
জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে খেলবেন হৃদয়। এই দলে আছেন লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ, দীনেশ কার্তিক, জশ লিটল, দাসুন শানাকা, হযরতউল্লাহ জাজাইয়ের মতো তারকারা।
এছাড়াও দল পেয়েছেন বাংলাদেশের জিয়াউর রহমান এবং শহিদুল ইসলাম। এই দুই ক্রিকেটারকে কিনেছে টি-টেন লিগের আরেক দল নর্দার্ন ওয়ারিয়র্স। শহিদুল প্রথমবার টি-টেন খেলতে যাচ্ছেন। অন্যদিকে নর্দানের হয়ে গত আসরেও খেলেছিলেন জিয়াউর।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন