reporterঅনলাইন ডেস্ক
  ০৩ অক্টোবর, ২০২৪

ফিক্সিং

শ্রীলঙ্কার ক্রিকেটার এক বছরের জন্য নিষিদ্ধ

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ফিক্সিংয়ের প্রস্তাব লুকিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করার জন্য এ শাস্তি পেয়েছেন তিনি।

তবে এক বছরের জন্য নিষিদ্ধ করলেও শেষ ছয় মাসের সাজা স্থগিত করেছে আইসিসি। লঙ্কান এই স্পিনারের বিরুদ্ধে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা দ্রুততম সময়ে আইসিসিকে না জানানো এবং এ সংক্রান্ত কথোপকথন মুছে ফেলার অভিযোগ আনা হয়েছিল গত আগস্টে।

জয়াবিক্রমা আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেছেন। এ ধারা অনুযায়ী, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতিবিরোধী শাখাকে জানাতে ব্যর্থ হয়েছেন জয়াবিক্রমা। এছাড়া এ সংক্রান্ত নথিপত্র গোপন করা এবং মুছে ফেলার অভিযোগও আনা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে জয়াবিক্রমার অভিষেক হয় ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে। লঙ্কান এই স্পিনার সর্বশেষ টেস্টও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ২০২২ সালে। আর শ্রীলঙ্কার হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসি,প্রবীণ জয়াবিক্রমা,শ্রীলঙ্কা,ফিক্সিং
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close