অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৪
কানপুর টেস্ট : তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা
ভেজা মাঠের কারণে বাদ প্রথম সেশন
বৃষ্টির বাধায় বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মোটে ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিনের পুরোটাই ভেস্তে যায়। তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ভেজা মাঠের কারণে প্রথম সেশন পুরোপুরি বাদ।
ভেজা মাঠ শুকানোয় ব্যস্ত মাঠকর্মীরা। সকাল সাড়ে ১০টায় একবার মাঠ পরিদর্শ করা হয়েছে। আম্পায়াররা বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আবার মাঠ পরিদর্শন করার কথা রয়েছে। এরপর জানা যাবে কখন বল মাঠে গড়াবে। এর মধ্যে আবার বৃষ্টি হলে হতাশাই মিলবে সমর্থকদের জন্য।
প্রথম যে ৩৫ ওভার খেলা হয়, তাতে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন