চলতি বছর মাঠে ফিরতে পারছেন না নেইমার
ঘটা করেই সৌদি প্রো লিগে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। বিপুল অর্থ খরচ করে ব্রাজিলিয়ান এ তারকাকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাব আল হিলাল। তবে নতুন ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নেয়া হয়নি নেইমারের, বরং ফিরে যেতে হয়েছে পুরনো লড়াইয়ে, চোটের বিরুদ্ধে লড়াই।
গত বছরের আগস্টে চুক্তির পর আল হিলালের কেবল ৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। এরপর ব্রাজিলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন তিনি। বাঁ পায়ের লিগামেন্টের চোটের কারণে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি।
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা নেইমার অবশ্য সুস্থ হয়ে ওঠছেন। ট্রেনিংও শুরু করেছেন। ফলে তিনি শীঘ্রই মাঠে ফিরবেন এমন ধারণাই করছিলেন সমর্থকরা। তবে আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, এখনো নিশ্চিত নয় ব্রাজিলিয়ান এ তারকার মাঠে ফেরা। এমনকি সেটা আগামী জানুয়ারির আগে নয় বলেও জানিয়েছেন তিনি।
আল হিলালের কোচ জেসুস বলেন, আল হিলাল এবং সৌদি প্রো লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না ও কবে ফিরবে। আগামী জানুয়ারীতে আমরা বিষয়টি নিয়ে ভাববো।
এদিকে চোটের বিরুদ্ধে লড়াইয়ে থাকা নেইমারকে সৌদি প্রো লিগের প্রথম অর্ধের জন্য নিবন্ধনও করেনি আল হিলাল। লিগের নিয়ম অনুযায়ী কেবল ৮ জন বিদেশী ফুটবলারকে নিবন্ধন করানো যায়। সুস্থ হয়ে ওঠলে আগামী জানুয়ারীতে লিগের দ্বিতীয় অর্ধের জন্য নেইমারকে নিবন্ধন করানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিডিএস/এমএইউ