ডেল স্টেইনের পাশে নাম লেখালেন হাসান মাহমুদ
ভারত ও বাংলাদেশের মধ্যকার চেন্নাই টেস্টের প্রথম দিনের শুরুর দুই সেশনে বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। হাসানের ৪ উইকেট শিকারে প্রথম দিকে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। যদিও দিন শেষে ভারত ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয়। তবে দিনের শেষে সংবাদ সম্মেলনে হাসান তার বোলিং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান উইকেট পাওয়া তার জন্য সবসময়ই আনন্দের।
এদিকে ভারতের মাটিতে দাপুটে বোলিংয়ে ইতিহাসের অন্যতম সেরা পেসার ডেল স্টেইনের পাশে নিজেকে বসিয়েছেন হসান মাহামুদ। এদিন চেন্নাইয়ের বল হাতে আক্রমণের শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম সাফল্য পেতে পারতো বাংলাদেশ। হাসানের করা গুড লেংথের বল সোজা আঘাত করেছিল রোহিতের প্যাডে।
অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ফলে টাইগাররা রিভিউ নিলে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইনের মধ্যেই ইম্প্যাক্ট করেছিল। এমনকি উইকেটে হিটিংও করে। তবে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত। অবশ্য পরের ওভারেই বোলিংয়ে এসে সেই রোহিতকে ফিরিয়েই বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ দিয়েছেন হাসান।
অফ স্টাম্পের বাইরের বলে রোহিত ক্যাচ দিয়েছেন স্লিপে শান্তর হাতে। ফলে ৬ রানের ইনিংস শেষ হয়েছে রোহিতের। পরের ওভারে এসে তিনে ব্যাট করতে নামা শুভমান গিলকেও আউট করেছেন হাসান। লেগ সাইডে খেলতে গিয়ে এজ হয়ে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন গিল। ৮ বল খেলেও রানের খাতাই খুলতে পারেননি তিনি।
এখানেই শেষ নয় হাসান ঝলকের। ওভারে বল হাতে নিয়ে ফেরান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। বিরাট কোহলিকেও দেখান সাজঘরের পথ। হাসানের বলে লিটনকে ক্যাচ দিয়ে কোহলি ফেরেন মাত্র ৬ রানে। এরপর লাঞ্চ বিরতি থেকে এসে পান্থকেও প্যাভিলিয়নের পথ দেখান এই টাইগার পেসার। তাতে তাত স্পেলের চিত্রটা দাঁড়ায় ৯-৩-১৯-৪! এরপর অবশ্য দিনের বাকিটা সময় উইকেট শুন্য থাকেন তিনি।
তাতেই ভারতের মাটিতে অনন্য কীর্তি গড়েছেন এই পেসার। কেননা এই শতকে ভারতের মাটিতে বিদেশী পেস বোলার হিসেবে টেস্টের প্রথম দিনে চার বা তার বেশি উইকেটের রেকর্ডে নিজেকে লেখছেন তিনি। এর আগে ২০০৮ সালে আহমেদাবাদ টেস্টে এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন। টেস্টের প্রথম দিনে ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই প্রোটিয়া পেসার। এরপর এবার চেন্নাই টেস্টে স্টেইনের সঙ্গী হলেন হাসান।
পিডিএস/এমএইউ