reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন ক্রিকেটাররা

শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিটন ও মিরাজ। ছবি : সংগৃহীত

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। আজ দুপুর ১টার ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা।

রবিবারের ফ্লাইটে ১৬ সদস্যের দলের ১৫ জন ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন। দলের সঙ্গে সফর করেননি শুধু সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

ঢাকা ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথা জানিয়ে গেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব। আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখতে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close