কাউন্টি ক্রিকেটে ফিরেই বাজিমাত সাকিবের
পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরেননি সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ড উড়ে গেছেন সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে। গতকাল (সোমবার) টন্টনে শুরু হওয়া সমারসেটের বিপক্ষে ম্যাচ দিয়ে সারের হয়ে অভিষেক হয়েছে তাঁর। আর দীর্ঘ ১৪ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমেই দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, প্রায় ৩৪ ওভার বল করে ৭ মেইডেনসহ তিনি নিয়েছেন ৪ উইকেট।
কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সারের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সমারসেট। তবে শুরুটা ভালো করতে পারেনি সমারসেট। চার দিনের এই ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই এক ওপেনারকে গারায় দলটি। উইন্ডিজ পেসার কেমার রোচের করা বলে আউট হন ওপেনার লুইস গোল্ডসওর্দী।
গতকাল প্রথম দিনে খেলা হয়েছে ৯৫.৫ ওভারের। আর সারের অধিনায়ক ররি বার্নস সাকিবকে বোলিংয়ে আনেন দশ ওভার শেষে। এরপর টানা বল করেছেন সাকিব। প্রথম দুই স্পেলে যথাক্রমে ১০ ওভার এবং ১৮ ওভার হাত ঘুরিয়ে তিনি ৭ ওভার মেইডেন দিয়ে নেন একটি উইকেট। টম অ্যাবেলকে ৪৯ রানে সাজঘরে ফেরানোর পর নিজের তৃতীয় স্পেলে ৫.৫ ওভার বল করে তিনি নিয়েছেন আরও ৩ উইকেট।
সমারসেটের দলীয় সংগ্রহ যখন ১৫৫ তখন অ্যাবেলকে আউট করেন সাকিব। এরপর দিনের শেষদিকে ৯০ তম ওভারে জোড়া উইকেট শিকার করেন সাকিব। ওভারের প্রথম বলেই বোল্ড হন কেসি অলড্রিজ, একই ওভারে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন ক্রেইগ ওভারটন। এরপর দিনের শেষ ওভারে তাঁর বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ব্রেট র্যান্ডেল।
সাকিবের ৪ উইকেটের পাশাপাশি সারের হয়ে কাল দুর্দান্ত বোলিং করেছেন ডেনিয়েল ওরেল, তিনি নিয়েছেন ৩ উইকেট। এ দুজনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সমারসেট অল আউট হয় ৩১৭ রান করে।
পিডিএস/এমএইউ