reporterঅনলাইন ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী

মঈন আলী অনেক দিন ধরে ইংল্যান্ডের জার্সিতে নেই। এমনকি সামনেও তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন মঈন।

কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই দলে জায়গা পাননি মঈন আলী। ইসিবির পক্ষ থেকে তাকে অবসরের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাই আর দেরি করেননি এই অলরাউন্ডার।

ইংলিশ দৈনিক ডেইলি মেইলকে মঈন আলী বলেছেন, ‘আমার বয়স ৩৭। এই মাসে অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ম্যাচ খেলেছি। এবার পরের প্রজন্মের সময়। সেটাও আমাকে ইতোমধ্যে বুঝিয়ে বলা হয়েছে। আমারও মনে হয়েছে, এটা সঠিক সময়। আমি আমার কাজ শেষ করেছি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মঈন আলী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close