reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

চতুর্থ দিনের শুরুতেই তাসকিনের আঘাত

ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে ২৬২ রান করে গতকাল দিনের শেষদিকে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে পাকিস্তান, শেষবেলায় হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই আউট হন আব্দুল্লাহ শফিক, এরপর খুররম শেহজাদকেও হাসান ফেরালে তৃতীয় দিনের খেলা সমাপ্ত হয়। আজ চতুর্থ দিনে সাইম আইয়ুবের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন শান মাসুদ। তবে অধিনায়কের সঙ্গে জুটি গড়া হয়নি সাইমের, দিনের শুরুতেই তাসকিন আহমেদের বলে আউট হয়েছেন তিনি।

আজ চতুর্থ দিনে সাইমের সঙ্গে ক্রিজে আসেন মাসুদ। টাইগার বোলারদের সামলে দায়িত্বশীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন স্বাগতিকদের এই দুই ব্যাটার। তবে প্রথম ইনিংসে ফিফটি করা সাইম এবার আর ইনিংস বড় করতে পারেননি।

দিনের নবম ওভারে তাসকিনের দুর্দান্ত এক ডেলিভারিতে শর্টে ক্যাচ তুলে দেন সাইম। সেখানে ফিল্ডিংয়ে থাকা টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত ক্যাচটি লুফে নিতে কোনো ভুল করেননি, ফলে সাইমকে ফিরতে হয় ব্যক্তিগত ২০ রানেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬২ রান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,বাংলাদেশ,টেস্ট ক্রিকেট,তাসকিন আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close