লর্ডসে অনন্য রেকর্ড গড়লেন জো রুট
ইংল্যান্ডের সাদা পোশাকের ক্রিকেটের অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের বাজবল দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে টেস্ট খেলতে গিয়ে বেশ ভুগতে হয়েছে জো রুটকে। আধুনিক যুগের ক্রিকেটে ফেভারিট ফোরের একজন তিনি, সেই তিনিই আক্রমণাত্মক মানসিকতায় টেস্ট খেলতে গিয়ে আউট হতে হয়েছে জস্প্রীত বুমরাহর বলে রিভার্স সুইপ খেলে। এসব নিয়ে সমালোচনার পর রুট ফিরে গেছেন তাঁর চিরচেনা স্টাইলের ব্যাটিংয়ে যেখানে পরিস্থিতির সাথে তাল রেখে বদলায় তাঁর ব্যাটিংয়ের ধরণ। এ কারণে ফের সফলতাঁর মুখ দেখছেন তিনি, জায়গা করে নিয়েছেন ইতহাসের পাতায়।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংলিশরা বড় সংগ্রহ গড়ে। আর তাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রুট, দুর্দান্ত এক শতক হাকিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও শতকের দেখা পেয়েছেন রুট। আর তাতেই ইতহাসের পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করেই ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার কুককে ছুয়েছিলেন রুট। ইংলিশদের হয়ে সাদা পোশাকে সবথেকে বেশি ৩৩টি শতকের মালিক ছিলেন কুক। গতকাল দ্বিতীয় ইনিংসে শত রান করে কুককে ছাড়িয়ে এখন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি শতক হাঁকানো ক্রিকেটার রুট।
হোম অব ক্রিকেট খ্যাত লর্ডসে রুটের সপ্তম সেঞ্চুরি এটি। এই ভেন্যুতে সবথেকে বেশি শতক হাঁকানো ক্রিকেটারও এখন রুটই। একই সঙ্গে গ্রাহাম গুচকে ছাড়িয়ে লর্ডসে সাদা পোশাকে সবথেকে বেশি রান করার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রুট।
ফেভারিত ফোরের বাকি তিনজন অর্থাৎ কেইন উইলিয়ামসন, স্টিভ স্মিথ এবং বিরাট কোহলি এর আগেই এক টেস্টের দুই ইনিংসে শতকের দেখা পেয়েছিলেন। তবে গতকালই নিজের ক্যারিয়ারে প্রথমবারের মত এমন কীর্তি গড়েছেন রুট। লঙ্কানদের বিপক্ষে করার লর্ডস টেস্টের দ্বিতীয় শতকটি আবার রুটের ক্যারিয়ারে সবথেকে দ্রুতগতিরও। ১১১ বল খেলে শতক পূর্ণ করেছেন তিনি।
এদিকে জোড়া শতক হাঁকানোর ম্যাচে একটি ক্যাচ নিয়েও ইতিহাস গ্রেছেন রুট। ইংল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ ক্যাচ নেয়ার মাইলফলকও গড়েছেন বিশ্বসেরা এই টেস্ট ব্যাটার।
পিডিএস/এমএইউ