reporterঅনলাইন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর, ২০২৪

সিপিএল থেকেও বিদায় নিলেন ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট প্রতিেযোগিতা সিপিএল থেকেও বিদায় নিলেন ডোয়াইন ব্রাভো। শনিবার আনুষ্ঠানিকভাবে এই বিদায়ের কথা জানান ক্যারিবিয়ান কিংবদন্তি। চলতি আসর শেষ হওয়ার পর আর সিপিএলে দেখা যাবে না ব্রাভোকে।

ব্রাভো জানিয়েছেন, চলতি সিপিএলই হবে তার ক্যারিয়ারের সর্বশেষ পেশাদার ক্রিকেট প্রতিযোগিতা। এর মাধ্যমে শেষ হবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাবেক এই তারকার দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান ব্রাভো।

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল। ক্যারিবিয়ানদের সামনে আমার চূড়ান্ত পেশাদার টুর্নামেন্ট খেলার অপেক্ষায় রয়েছি। ত্রিনবাগো নাইট রাইডার্স হলো এমন জায়গা যেখানে আমার জন্য সবকিছু শুরু হয়েছিল এবং এই দলের সঙ্গে আমার ক্যারিয়ারের শেষ সময় কাটবে।’

সিপিএলের সঙ্গে ব্রাভোর নাড়ির সম্পর্ক অত্যন্ত মজবুত। এই লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি হলেন ব্রাভো। ১০৩ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন এই অলরান্ডার। আর ব্যাট হাতে ১ হাজার ১৫৫ রান করেছেন ব্রাভো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডোয়াইন ব্রাভো
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close