reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২৪

টাইব্রেকারে শিরোপা জিতল ম্যানসিটি

ইউনাইটেডের হার

টানা তিনবার কমিউনিটি শিল্ডের ফাইনালে হারের অতীত নিয়ে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। নগরপ্রতীদ্বন্দ্বীদের বিপক্ষে এবারের ফাইনালেও হারের শঙ্কা ছিল ম্যানসিটির। ৮২ মিনিটে গোল করে রেড ডেভিলদের এগিয়ে দিয়েছিলেন আলেহান্দ্রো গার্নাচো। তবে ৮৯ মিনিটে সমতায় ফিরে সিটেজেনরা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে যেখানে ৭-৬ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে ম্যানসিটি।

ওয়েম্বলি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ছিল ম্যাড়মেড়ে। তবে শেষদিকে উত্তেজনা ছড়ায় গার্নাচোর গোলে। ৮২ মিনিটে তিনি জালের দেখা পেলে জয়ের সুবাস ছড়ায় ইউনাইটেড সমর্থকদের মনে। তবে নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার আগেই বেনার্দো সিলভা গোল করে সিটিকে সমতায় ফেরান। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

এদিকে সিটিকে সমতায় ফেরানো সিলভা টাইব্রেকারে গোল মিস করলে আবারো জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইউনাইটেড। তবে এরপর জ্যাডন সাঞ্চোর নেয়া শট থামিয়ে দিয়ে গার্দিওলার শিষ্যদের মনে স্বস্তি ফেরান এদেরসন। এরপর ম্যানইউর জনি ইভান্স মিস করলেও ঠিকই লক্ষ্যভেদ করেন ম্যানুয়েল আকাঞ্জি। ফলে জউএর দেখা পায় সিটি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ম্যানসিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close