অনলাইন ডেস্ক
০৯ আগস্ট, ২০২৪
পাকিস্তানের উদ্দেশে যাত্রা করলেন মুশফিক-মুমিনুলরা
চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টাইগাররা।
এর আগে ৬ আগস্ট ‘এ’ দলের দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে তা হয়নি। সূচি পরিবর্তন করার পর অবশেষে আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।
শুক্রবার সকালে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। দেশটিতে পৌঁছে দুই দিন অনুশীলনের পর প্রথম টেস্টে আগামী ১৩ আগস্ট মাঠে নামবে দল। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ২০ আগস্ট থেকে।
তিনটি একদিনের ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ আগস্ট, এরপর বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩০ আগস্ট।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন