মিসরকে হারিয়ে অলিম্পিক ফুটবলে ব্রোঞ্জ জয় মরক্কোর
প্যারিস অলিম্পিক দিয়েই গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এ ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে প্রথম পদক জয়ের স্বাদ পেল মরক্কো। মিসরকে ৬-০ গোলে বিধ্বস্ত করে এবারের আসরে ফুটবলে ব্রোঞ্জ জিতে নিয়েছে আশরাফ হাকিমির দল।
নঁতেয় অনুষ্ঠিত এই ম্যাচে মিসরের বিপক্ষে জোড়া গোল করেছেন সুফিয়ান রাহিমি। আর ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন অধিনায়ক আশরাফ হাকিমি। এছাড়াও একটি করে গোল করেছেন আবদে এজ্জালজৌলি, বিলাল এল খান্নুউস ও আকরাম নাকাচ।
প্যারিস অলিম্পিকে মরক্কো গোল করেছে মোট ১৭টি। অলিম্পিক ফুটবলে মরক্কোর প্রথম পদক জয়ের পাশাপাশি উত্তর আফ্রিকা অঞ্চলের কোনো দেশের জন্যও প্রথম পদক জয়ের রেকর্ড এটি।
মিসরের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মরক্কো। ২৩ মিনিটে এজ্জালজৌলি লক্ষ্যভেদ করার মিনিট তিনেক পরই জালের দেখা পান সুফিয়ান। ২ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর আরও ৪ গোলের দেখা পায় মরক্কো। বুরতির পর নিজের দ্বিতীয় গোল পান সুফিয়ান, এছাড়াও লক্ষ্যভেদ করেন বিলাল, নাকাচ। ম্যাচের শেষদিকে ৮৭ মিনিটে ৩০ গজ দূরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে জালের দেখা পান হাকিমি।
এদিকে মিসরের বিপক্ষে জোড়া গোলের দেখা পাওয়া সুফিয়ান এবারের আসরে মোট গোল করেছেন ৮টি। প্যারিস অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনিই।
পিডিএস/এমএইউ