অনলাইন ডেস্ক
০২ আগস্ট, ২০২৪
টেনিসকে বিদায় বললেন অ্যান্ডি মারে
প্যারিসের গোল্ডেন কোর্টে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে এসেছিলেন অ্যান্ডি মারে। আগেই ঘোষণা দিয়েছিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ। ওই শেষটা আরো ছোট করে ফেলেন তিনি। টেনিসের একক ইভেন্ট থেকে প্রত্যাহার করে নেন নাম। ডাবলে সতীর্থ ড্যানি ইভান্সের সঙ্গে স্বর্ণ জয়ের মিশনে নামেন তিনি।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিট্জ ও টমি পলের কাছে ৬-২ ও ৬-৪ সেটে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন মারে ও ইভান্স। কোয়ার্টার ফাইনালের এই হার দিয়ে মারের অসাধারণ ক্যারিয়ারের সমাপ্তি লেখা হলো।
এর আগের ম্যাচে দুর্দান্ত কামব্যাকের জয়ে শেষ আটে উঠেছিলেন মারে ও ইভান্স। তখন মনে হচ্ছিল, এই কামব্যাকের সুন্দর সমাপ্তিই বোধহয় টানবেন তিনি।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন