reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২৪

‘পাকিস্তানে সিকিউরিটি কনসালট্যান্ট নিতে পারবে বাংলাদেশ’

চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা থাকলে সঙ্গে সিকিউরিটি কনসালট্যান্ট নেওয়ার ক্ষেত্রে বিসিবিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, বিসিবি তাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ নিয়ে আসতে পারবে। পিসিবির মুখপাত্রের ব্যাখ্যা- সিকিউরিটি কনসালট্যান্ট এখন মিডিয়া ম্যানেজার বা টিম ডাক্তারের পদের মতোই সাপোর্ট স্টাফদের অবিচ্ছেদ্য অংশ। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজের মতো ইভেন্টের সময় দলগুলো নিয়ম অনুসারে সিকিউরিটি ম্যানেজারদের সঙ্গে নিয়ে আসে।

পিসিবি মুখপাত্র জোর দিয়ে জানিয়েছেন, আসন্ন টেস্ট সিরিজের জন্য সিকিউরিটি কনসালট্যান্ট আনার বিষয়ে সম্পূর্ণ এখতিয়ার বিসিবির ওপর। তবে এখন পর্যন্ত পিসিবিকে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা জানায়নি বিসিবি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close