র্যাংকিংয়ে নিগারের উন্নতি
এশিয়া কাপে দলগত সাফল্যে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক নয়। সেমিফাইনাল খেললেও বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারতের কাছে ম্যাচ হেরেছে বাজেভাবে। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে প্রত্যাশিত জয় পেয়েছে। এই দুই ম্যাচেই কেবল বলার মতো কিছু পারফরম্যান্স ছিল টাইগ্রেসদের।
দলগতভাবে সাফল্য তেমন না থাকলেও এশিয়া কাপে ভালো পারফর্ম করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং করা তিন ম্যাচেই রান পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪৮। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৬২ এবং সেমিফাইনালে ছিটকে যাওয়া ম্যাচে ভারতের বিপক্ষে ৩২ রান করেছিলেন। ১৪২ রানের পারফরম্যান্সের পর আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়েছেন নিগার। বর্তমানে তার অবস্থান ১৪ নম্বরে। রেটিং পয়েন্ট ৬১২। এরপর র্যাংকিংয়ে প্রথম ৪৫ জনে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।
বোলারদের র্যাংঙ্কিংয়ে সেরা একশতে থাকা বাংলাদেশের সবারই হয়েছে অবনতি। চার ধাপ নিচে নেমে এখন দশম স্থানে রাবেয়া খান। পাঁচ ধাপ পিছিয়ে নাহিদা আক্তারের অবস্থান ২৬তম।
এদিকে এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হওয়া চামিরা আত্তাপাতু ব্যাটিং র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ৬ নম্বরে এসেছে। একটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন দুটি। সব মিলিয়ে প্রতিযোগিতায় করেছেন সর্বোচ্চ ৩০৪ রান। ভারতের ওপেনার স্মৃতি মান্দানা ৪ ধাপ এগিয়েছেন।