অভিষেকের শতকে ভারতের বড় জয়
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএল মাতিয়েছেন অভিষেক শর্মা। ট্রাভিস হেডের সঙ্গে জুটি গড়ে ভেঙেছেন রেকর্ড। মারকুটে ব্যাটার হিসেবে নাম কুড়িয়ে জায়গা করে নিয়েছেন ভারতের জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দিয়ে অভিষেক হয় তার। তবে প্রথম ম্যাচেই ৪ বলে ০ রান করে আউট হন তিনি। সেই অভিষেকই দ্বিতীয় ম্যাচে গতকাল করেছেন বিধ্বংসী এক শতক, তার ৪৭ বলে ১০০ রানের সুবাদেই ২৩৪ রানের বড় সংগ্রহ পায় শুবমান গিলের দল।
প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায় ভারত। গতকাল দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ওভারেই শুবমান গিল আউট হলে আবারও একই রকম হওয়ার শঙ্কা জেগেছিল হয়তো সমর্থকদের মনে। তবে সেই শঙ্কা স্থায়ী হতে দেননি অভিষেক। দলীয় ১০ রানে অধিনায়ক গিল আউট হওয়ার পর মাঠে নামেন রুতুরাজ গায়কোয়াড়। তাকে সঙ্গে নিয়ে পড়ে ১৩৭ রানের এক জুটি গড়েন অভিষেক।