reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২৩

আবারও জাতীয় দলের দায়িত্বে নাফিস ইকবাল

বিশ্বকাপ শুরুর আগে দেশের ক্রিকেটে নানা নাটকীয়তা তৈরি হয়। শেষ মুহূর্তে এসে স্কোয়াডে জায়গা পাননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকার পরও বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে যাওয়া হয়নি তার ভাই নাফিস ইকবালেরও। এ নিয়ে পরে অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য নিয়েও আলোচনা-সমালোচনা তৈরি হয়।

তবে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর আবারও জাতীয় দলে ফিরছেন নাফিস ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও তাকে দেখা যাবে বরাবরের মতো টাইগারদের টিম ম্যানেজার হিসেবে। তবে আপাতত এই সিরিজেই দায়িত্ব সামলাবেন তিনি। সংবাদমাধ্যমকে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন নাফিস।

ঘরের মাঠের সিরিজটিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে খেলছেন না তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদও। কিউইদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকার মিরপুরে।

এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। তবে সেখানে নাফিস থাকবেন কি না, সেটা নিশ্চিত করা হয়নি তাকে।

নাফিস ইকবালের জায়গায় ভারত বিশ্বকাপে রাবিদ ইমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করেন। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাফিস ইকবাল,জাতীয় দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close