reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০২৩

পাকিস্তান ক্রিকেট বোর্ড

বোলিং কোচের দায়িত্বে উমর গুল ও সাঈদ আজমল

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। যে কারণে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে ঘরে-বাইরে কঠোর সমালোচনা হচ্ছে। সেই সমালোচনার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করে অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম।

অন্যদিকে মিকি আর্থারের জায়গায় টিম ডিরেক্টর করা হয়েছে কিছুদিন আগেও টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ হাফিজকে। বোলিং কোচেও পরিবর্তন নিয়ে এসেছে পিসিবি। এবার ম্যান ইন গ্রিনদের বোলিংয়ের দায়িত্বে নিযুক্ত হলেন উমর গুল ও সাঈদ আজমল। এক বিবৃতিতে বিষটি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,উমর গুল,সাঈদ আজমল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close